২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, মির্জা ফখরুলের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে সারাদেশে টানা ৭২ ঘন্টার অবরোধ চলছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকেই রাজধানীর বিভিন্নস্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে দলটির নেতাকর্মীরা। সকাল সাড়ে ৭টার সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নারায়ণগঞ্জ লিংক রোডে টায়ারে অগ্নিসংযোগ করে রাস্তা অবরোধ রাখে বিএনপির নেতাকর্মীরা।
একই সময়ে যাত্রাবাড়ী, খিলগাঁও, মহাখালী, বনানী, পল্টন-বিজয়নগর, বকসিবাজার, ডেমরা, মাতুয়াইল, শনির আখড়া, বাসাবো, মালিবাগ, আগারগাঁও, শ্যামলী, ধানমন্ডি ১৫, নতুন বাজার, বাড্ডা, রামপুরা, লালবাগ, দৈনিক বাংলা, পীরজঙ্গী মাজার, মিরপুর মাজার রোড, পল্লবী ইস্টার্ন হাউজিং, শ্যামপুর, কদমতলী, মুগদা এলাকায় রাস্তা অবরোধ রাখে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীর বিভিন্নস্থানে পিকেটিং অব্যাহত আছে।
এছাড়া সকাল থেকেই রাজধানীর বিভিন্নস্থানে অবরোধের সমর্থনে বিক্ষোভ করেছে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দল। এছাড়া সকাল থেকেই অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ রেখে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত।
বেলা সাড়ে দশটায় অবরোধের সমর্থনে পল্টনে বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ।
এছাড়া সারাদেশে অবরোধের সমর্থনে বিভিন্ন রাস্তা বন্ধ রেখে বিক্ষোভ করছে দলটির নেতারা। এদিকে কিশোরগঞ্জে পুলিশের গুলিতে দুইজন মারা গেছে বলে দাবি করছে দলটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।