নড়াইলে ওয়ার্ড আ.লীগের সভাপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা

আগের সংবাদ

কালিগঞ্জ উপজেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প কর্মশালা অনুষ্ঠিত

পরের সংবাদ

সাতক্ষীরায় বিএনপি জামাতের ৩২ নেতাকর্মী আটক

রাকিবুল ইসলাম, সাতক্ষীরা

রূপান্তর প্রতিনিধি, সাতক্ষীরা

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩ , ১২:৩০ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৩১, ২০২৩ , ১২:৩০ অপরাহ্ণ

সাতক্ষীরায় পুলিশের অভিযানে বিএনপি জামায়াতের ৩২ জন নেতাকর্মী ও সমর্থকদের আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্ন নাশকতা মামলার আসামী। সোমবার দুপুরে জেলার ৮টি থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার তালিকা অনুযায়ী সাতক্ষীরা সদর থানায় আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর থানার ঘোনা ক্যাম্পপাড়া এলাকার জামায়াত নেতা মৃত আব্দুল মালেকের ছেলে তোফায়েল আহম্মেদ (৫৪), সাতক্ষীরা শহরের রাধানগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির (৫০), কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত কাজী নেছার আলীর ছেলে কাজী নজরুল ইসলাম (৫৭), বৈকারী মৃগীডাঙ্গার মৃত আব্দুল মাজেদ সরদারের ছেলে আনিস উদ্দিন (৬২), তার ভাই আসাদুল্লাহ আল মামুন (৩৫), মাহমুদপুরের মৃত জব্বার আলীর ছেলে আহম্মদ আলী (৫৫), কুশখালী, মাঝেরপাড়ার রুহুল আমিনের ছেলে মনিরুল ইসলাম (৩৫), এল্লারচরের মৃত জহির উদ্দীন গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী (৬৪) এবং মাহমুদপুরের মৃত আব্দুল ওহাবের ছেলে মোখলেছুর রহমান (৪৩)।

কলারোয়া থানায় গ্রেপ্তারকৃত আসামীরা হলেন উত্তর দিগং গ্রামের মিজানুর রহমানের ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন (২১), জিয়ালা নলতা গ্রামের আবুল হোসেন শেখের ছেলে যুবদলের যুগ্ম সম্পাদক মুকুল হোসাইন (৩৪), এই গ্রামের মৃত শেখ আবুল কাশেমের ছেলে বিএনপি নেতা শেখ আব্দুল মালেক (৬০)।

আশাশুনি থানায় গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ একসরা গ্রামের আব্দুর রশিদ মোড়লের ছেলে বিএনপি নেতা আবু সাঈদ (৩২), একই গ্রামের বরকতুল্লাহ গাজীর ছেলে বিএনপি নেতা শাফাজুল ইসলাম (৪২), প্রতাপনগরের মৃত মান্দার হাওলাদারের ছেলে জামায়াত নেতা মজিবুর রহমান (৫২), তার ভাই ইউনিয়ন জামায়াতের সভাপতি মোখছেদুর রহমান (৫৭), একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল গাজী (৫২) এবং এই গ্রামের মৃত হামিজ উদ্দিনের ছেলে ওয়ার্ড জামায়াতের আমির রবিউল ইসলাম গাজী (৪৫)।

দেবহাটা থানায় গ্রেপ্তারকৃতরা হলেন এনামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জামায়াত নেতা সোলায়মান শেখ (৪০), সখিপুরের মৃত গহর আলী গাজীর ছেলে জামায়াত নেতা এছাক আলী গাজী, নওয়াপাড়ার দ্বীন মোহাম্মাদ মোড়লের ছেলে জামায়াত নেতা আবু দাউদ (৫০) এবং টিকেট গ্রামের মৃত রেজাউল মোড়লের ছেলে জামায়াত নেতা আমজাদ হোসেন (৪২)।

কালিগঞ্জ থানায় গ্রেপ্তারকৃতরা হলেন চালিতাবাড়িয়ার মৃত বাবর আলী গাজীর ছেলে বিএনপি নেতা ইউনুস আলী (৪৯), পাইকাড়া গ্রামের মহসিন আলমের ছেলে বিএনপি নেতা সাইফুল আলম(৩৫), দুদলী গ্রামের মৃত আলহাজ শকর এর ছেলে বিএনপি নেতা সৈয়দ হাসনাত আলী (৫০), কাকশিয়ালির আব্দুল জব্বারের ছেলে বিএনপি নেতা শাহিনুর রহমান (৪০) এবং উজিরপুর গ্রামের আব্দুল গনি গাইনের ছেলে জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান(৪২)।

শ্যামনগর থানায় গ্রেপ্তারকৃতরা হলেন কামালকাটি গ্রামের আব্দুর রশিদ গাজীর ছেলে বিএনপি নেতা কামরুল ইসলাম (৪৭), ইসমাইলপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তার খানের ছেলে মফিজুর রহমান (৪৭), কাশিমাড়ীর মৃত ইমান আলীর ছেলে মোশাররফ হোসেন, (৫৩), পাতাখালী (পশ্চিম) গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে আতাউর রহমান (৪২) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দীন গাজীর ছেলে আবু বক্কার সিদ্দিক (৪৯)।

আটককৃৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ বিষ্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

আইর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়