নড়াইল সদর ১টি ও কালিয়া উপজলার ১টিসহ দেশের মোট ৫০টি মডেল মসজিদ একযোগে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে সোমবার সকালে সদরের আউড়িয়া ইউনিয়নের নাকশী মডেল মসজিদে বিটিভির সমপ্রচারের মাধ্যমে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মহোদয়’ মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এড.সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী নাহিদ হোসেন, পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়র হোসেন, আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম পলাশ প্রমুখ।
ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে নড়াইলের স্থানীয় প্রশাসন ফলক উন্মোচন করে মমসজিদের আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করেন।
উল্লেখ্য, ৫’শ ৬৪ উপজেলায় মডেল মসজিদ ও ইসলামী চর্চ্চা কেন্দ্রের ৬ষ্ঠ ধাপে এই উদ্বোধন করা হলো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।