বিএনপি জামায়াত এর বিভিন্ন কর্মসূচি ঘিরে নাশকতা ও সহিংসতা মোকাবেলায় কয়রা থানা পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। কয়রার গুরত্বপূর্ণ এলাকা গুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রবিবার রাত ও সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে বিভিন্ন নাশকতার মামলার আসামী ও নাশকতাকারী বিএনপি জামাতের ৭ নেতাকর্মী আটক করেছে কয়রা থানা পুলিশ।
থানা পুলিশ সূত্র জানায়, বিএনপি জামায়াত এর কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ কিংবা যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড- ঠেকাতে কয়রা থানার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আমি কয়রা থানায় যোগদানের পূর্বে বিগত ১৩/১৪ সালে ভয়াবহ নাশকতার কথা শুনেছি এবং জেনেছি এজন্য কিভাবে দুষ্কৃতিকারীদের দমন করতে হবে এমন অভিজ্ঞতা আমার রয়েছে। এজন্য থানার গুরত্বপূর্ণ স্থান এবং স্থাপনার নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। গুরত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা মূলক ব্যবস্থা টহল অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও জানমালের জন্য হুমকি এমন যেকোন কর্মসূচি কয়রাতে হতে দেয়া হবে না। হরতাল বা সমাবেশের নামে যারা নাশকতামূলক কর্মকান্ড করবে তাদের ছাড় দেয়া হবে না। হরতালের সমর্থনে বিক্ষোভ কিংবা ভাঙচুর, জালাও-পোড়াও করলে তা শক্ত হাতে দমন করা হবে।
৭ জন বিএনপির নেতাকর্মী আটক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন বিভিন্ন নাশকতা মামলার আসামীও নাশকতাকরীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।