যশোর জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার মান উন্নয়ন, সরকার ঘোষিত নীতিমালা, বৃত্তি পরীক্ষা ও নব নির্বাচিত কমিটির পরিচিতি শুভেচ্ছা বিনিময় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের কাজীপাড়ার আব্দুল গফুর একাডেমীতে জেলার সকল কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালকদের নিয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন, যশোর জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন খান, সম্পাদক ইকবাল কবির খান, কোষাধ্যক্ষ মকবুল হোসেন, সহ সভাপতি জুলেখা আক্তার, সহ সম্পাদক আবু তালহা, সহ সম্পাদক আব্দুল রউফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলার সকল কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালকবৃন্দ।
প্রসঙ্গত, যশোর জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা, নব নির্বাচিত কমিটির পরিচিতি, সাংগঠনিক আলোচনা, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার মান উন্নয়ন, সরকার ঘোষিত নীতিমালা, ২০২৪ সালের ১-৫ শ্রেণী পরীক্ষায় বৃত্তি প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।