উদীচী যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আগের সংবাদ

কেশবপুরে এক ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যান কলেজ ছাত্রী আশা

পরের সংবাদ

প্রেসক্লাব যশোরে তিন শহীদ সাংবাদিকের নামে ৩টি মিলনায়তনের নামকরণ

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩ , ৪:৩১ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৩০, ২০২৩ , ৪:৩১ অপরাহ্ণ

প্রেসক্লাব যশোরে শহীদ তিন সাংবাদিক গোলাম মাজেদ, আর.এম সাইফুল আলম মুকুল ও শামসুর রহমান কেবলের নামে তিনটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে শহীদ সাংবাদিক পরিবারের সদস্যরা ফিতা কেটে মিলনায়তনগুলোর উদ্বোধন করেন। এসময় প্রেসক্লাবের এক নম্বর মিলনায়তন আর.এম সাইফুল আলম মুকুল মিলনায়তন, দুই নম্বর মিলনায়তন শামসুর রহমান কেবল ও দ্বিতীয়তলার ভিআইপি মিলনায়তন শহীদ সাংবাদিক গোলাম মাজেদের নামে নামকরণের ফলক উন্মোচন করেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিতে শহীদ সাংবাদিক গোলাম মাজেদের ছেলে কবিরুল আলম দীপু, আর.এম সাইফুল আলমের স্ত্রী হাফিজা আক্তার শিরীন ও সাংবাদিক শামসুর রহমান কেবলের ভাই সাজেদ রহমান, শহীদ সাংবাদিক শামসুর রহমান কেবলের মা খাইরুন্নেছা, ভাইয়ের স্ত্রী লীনা স্বপ্নাসহ শহীদ সাংবাদিকের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সহ সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, নূর ইসলাম, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, হাবিবুর রহমান মিলন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক তহীদ মনি, কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদ জয়, ফিরোজ গাজী, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ.আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস.এম ফরহাদ. যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোপীনাথ দাস, সাবেক সাধারণ সম্পাদক নুর ইমাম বাবুলসহ সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস.এম তৌহিদুর রহমান।

আইর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়