বরইচারায় শতবর্ষের ঐতিহ্যবাহী লক্ষীপূজার মেলা

আগের সংবাদ

নড়াইলে ছয় ভাইয়ের ড্রাগন বাগানে সফলতা

পরের সংবাদ

অভয়নগর প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩ , ১১:১৬ পূর্বাহ্ণ আপডেট: অক্টোবর ৩০, ২০২৩ , ১১:১৮ পূর্বাহ্ণ

অভয়নগর প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় যশোর জেলা আওয়ামী লীগের সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক কেন্দীয় নেতা যশোর ৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বিশ্বাস মার্কেটের দোতলায় এ অফিস উদ্বোধন করেন।

প্রেস ক্লাবের সাবেক সভাপতি চৈতন্য কুমার পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মাসুদ আলম, সিনিয়র সাংবাদিক শেখ আতিয়ার রহমান, সাংবাদিক মনিরুজ্জামান মিল্টন, মিজানুর রহমান, আমানুল্লা, কাজী ইশতিয়াক আহমেদ রনি, মিঠুন দত্ত, আল মামুন রাজু, আমিরুল ইসলাম প্রমুখ।

প্রেস ক্লাবের উন্নয়নে সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন আরশাদ পারভেজ। তিনি বলেন সাংবাদিকরা সমাজের বিবেক। এসময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পরামর্শ দেন।

আইর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়