শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে থানার চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২৮ অক্টোবর রাতে নাশকতা মামলার আসামী ও মাদকদ্রব্য গাঁজাউদ্ধার, সিআর পরোয়ানাভুক্ত আসামী, চুরি মামলার আসামিসহ মোট ২৩ জনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালক্ষী গ্রামের আলহাজ্ব জোনাব আলী গাজীর ছেলে হাবিবুল্লাহ গাজী(৩৫), ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের মৃত, ওমর আলী মোল্লার ছেলে রিয়াজুল মোল্লা(৬০), সদর ইউনিয়নের নকিপুর গ্রামের মৃত, জিএম বরাত আলীর ছেলে মোক্তার আলী(৪৬), কাশিমাড়ী জয়নগর গ্রামের আ. সাত্তার ঢালীর ছেলে মোস্তফা আল মামুন(২৫), মোমিন গাজীর ছেলে ইয়াকুব আলী গাজী(২৭), পশ্চিম কাশিমাড়ী গ্রামের রুহুল কুদ্দুস সরদার ছেলে রবিউল ইসলাম(২৯), মৃত শহর আলী সরদারের ছেলে আলহাজ্ব রজব আলী সরদারসহ অনেকে।
এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন নাশকতা মামলা ১৭ জন ও অন্যান্য মামলায় ৬ জন আসামিকে গ্রেফতার পূর্বক ২৯ অক্টোবর সকালে তারদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।