বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মণিরামপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কৃষকলীগের আয়োজনে উপজেলার সামনে কৃষকলীগের সভাপতি আবুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশ শুরু হয়। শুরুতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শান্তি সমাবেশে অংশ নেন। নেতা-কর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে এক পর্যায় শান্তি সমাবেশটি জনসভায় রূপ নেয়।
শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোশাররফ হোসেন। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক জামাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ সভাপতি এস এম ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জিএম মজিদ।
এসময় অন্যানোর মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী নেতা সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফয়েজ আলম মনির, সাংগঠনিক সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ, কৃষি ঋণ পুর্নবাসন সম্পাদক রফিক আহম্মেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক তবিবর রহমান খান রিপন, বন ও পরিবেশন সম্পাদাক দিপক মিত্র, জেলা কৃষকলীগের সদস্য আবুল কালাম আজাদ, জিয়া উদ্দীন রঞ্জু, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মিলন, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন প্রমুখ।
শান্তি সমাবেশ শেষে বিএনপির ডাকা হরতালের প্রতিববাদে জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলীর নেতৃত্বে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। এতে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।