খুলনা মহানগরের বৈকালী মোড়ে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে জানা যায়নি।
খালিশপুর ফায়ার স্টেশনের লিডার মো. গোলাম মোস্তফা বলেন, বৈকালী মোড়ে গাড়িতে আগুন লেগেছে শুনে এসেছি। এসে দেখি বিএনপি কার্যালয়ে আগুন জ্বলছে। তাৎক্ষণিক আগুন নেভানো হয় ।
নগরীর ১৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জহর মীর বলেন, বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে সারা দেশে হরতাল চলছে। আমাদের অধিকাংশ নেতাকর্মী ঢাকায়। আজ বেলা ১২টার দিকে আমাদের কোনো নেতাকর্মী বৈকালী মোড়ের ১৪নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ছিল না। এ সময় অফিস ভাঙচুর ও আগুন দিয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। আগুনে চেয়ার-টেবিলসহ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রত্যক্ষদর্শী এক চায়ের দোকানদার নাম না প্রকাশ করা শর্তে বলেন, ‘৫০-৬০ জন একটি দল সরকারের পক্ষে স্লোগান দিতে দিতে মোটরসাইকেলে এসে বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।’
তিনি আরও বলেন, ‘এ সময় তারা আশেপাশের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায়।’ জানতে চাইলে খুলনা বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ‘আওয়ামী লীগের লোকজন আমাদের কার্যালয়ে আগুন দিয়েছে।’
বৈকালীতে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার বিষয়ে জানতে চাইলে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বিএনপি কার্যালয়ে আগুনের খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করেছি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।