যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল বলেন, আমরা বিএনপি-জামায়াতের হরতালের নামে নৈরাজ্যের প্রতিবাদে রাস্তায় নেমেছি। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জান-মালের নিরাপত্তা দিতে আমরা রাজপথে থাকবো।
বিএনপির সকাল সন্ধ্যা হরতালে পুলিশ সদস্য হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে, সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে যশোরে যুবলীগের আয়োজনে সারা শহর বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ শেষে ভৈরব চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০১৪ সালে নির্বাচনের আগে তারা জ্বালাও পোড়াও করে আগুন-সন্ত্রাস চালিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছে। এবারও তারা এমন দেশবিরোধী তৎপরতায় লিপ্ত। তাদের রাজপথে নামতেই দেয়া হবে না। হরতালের নামে, গণতান্ত্রিক অধিকারের নামে সাধারণ মানুষের ও ব্যবসায়ীদের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো তৎপরতা তাদের করতে দেয়া হবে না। যে কোনো মূল্যে আমরা তাদের প্রতিহত করবো।
হরতালবিরোধী মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ আলম, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক তৌফিকুর রহমান শাপলা, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান কবির শিপলু, জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি বিএম জাকির হোসেন, জাবের হোসেন জাহিদ, আহসানুল করিম রহমান, শরীফ এ মাসউদ হিমেল, যুবলীগ নেতা তছিকুল রহমান রাসেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন অধিকারী, ছাত্রলীগ নেতা গাজী রাইয়ান মৌমন, শফিকুল ইসলাম শফিক, তৌফিক রাব্বি বর্ষণ প্রমূখ।
রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকলেও যশোরের রাজপথে নেই বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে হরতাল বিরোধী মিছিল নিয়ে সকাল থেকেই রাজপথ দখল করে নিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা। এর আগে, হরতালের ঘোষনা দেওয়ার পরপরই শনিবার বিকালে এক দফা শহরে হরতাল বিরোধী মিছিল কওে যুবলীগ। আর রবিবার সকাল থেকেই ফের মিছিলে মিছিলে প্রকম্পিত করে তোলেন যশোর শহর।
সরেজমিন শহরের দঁড়াটানা, চৌরাস্তা, জজ কোর্ট মোড়, মনিহার, চারখাম্বারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতো যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও পিকেটিংয়ের দৃশ্য চোখে পড়েনি। তবে বেলা ১১ টার পর পরই শহরের রাজপথে নামেন যুবলীগের নেতাকর্মীরা। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করেন। মিছিলটি বঙ্গবন্ধুর ম্যুারাল, দড়াটানা হয়ে শহরের বড়বাজারের মধ্য দিয়ে চৌরাস্তা হয়ে ফের দঁড়াটানায় যায়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।