জামায়াত বিএনপির ডাকা হরতালে শার্শা উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আকিকুল ইসলাম।
রবিবার সকাল থেকে উপজেলার বাগআঁচড়া, জামতলা বাজার, উলাশী, নাভারণ সাতক্ষীরা মোড় ও শার্শা সদর ঘুরে দেখা গেছে প্রতিটি মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দূরপাল্লার যানবাহন তেমন চোখে পড়েনি। তবে যশোর-সাতক্ষীরা ও বেনাপোল রুটের বাস চলাচল স্বাভাবিক ছিল।
সাতক্ষীরা ভোমরা থেকে ছেড়ে আসা ট্রাক ড্রাইভার মোমিনুর রহমান বলেন, আমি ভোমরা থেকে নাভারণ পর্যন্ত আসলাম কিন্তু কোন জায়গায় কোন সমস্যায় পড়িনি। মোড়ে দেখলাম পুলিশ রয়েছে।
বাগআঁচড়ার সিএনজি চালক মিজান বলেন, আজ শুনছি হরতাল কিন্তু পরিবহণ বাদে সব গাড়িই তো চলছে। কিন্তু আমাদের গাড়িতে তেমন যাত্রি নেই।
এ বিষয়ে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আকিকুল ইসলাম রূপান্তরকে জানান, ভোর রাত থেকেই উপজেলার গুরুত্বপূর্ণ মোড় গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোন জায়গায় ইট পাটকেল ছোড়া, অগ্নি সংযোগ এমনকি জামায়াত- বিএনপির কোন মিছিলও করতে দেখিনি। শার্শা উপজেলা এখনও শান্তিপূর্ন অবস্থানে আছে। টহলপুলিশ আরো জোরদার করেছি। এমনকি আমি নিজেও মাঠে আছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।