চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত বাংলাদেশ

আগের সংবাদ

এসএসসির ফরম পূরণ শুরু আজ

পরের সংবাদ

মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো: শুভ

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩ , ১০:১৩ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২৯, ২০২৩ , ১০:১৩ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’। গত ১৩ অক্টোবর দেশে মুক্তি পায় ছবিটি। ২৭ অক্টোবর ভারতে বাংলা ও হিন্দি ভাষায় ৫০৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি।

সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ছবিটি মুক্তি উপলক্ষে ভারতে আছেন এই অভিনেতা। সেখানে একটি পোর্টালে সাক্ষাৎকার দিয়েছেন শুভ। বলেছেন, ‘মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো।

ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথোপকথনে অভিনেতা আরিফিন শুভ বলেন, ‘মুজিব টিম এবং কলাকুশলীদের সাথে চার বছর কাটানোর পর, আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করছি।

সাক্ষাৎকারে হিন্দিতে সাবলীলভাবে কথা বলেছেন এই অভিনেতা। হিন্দিতে এত সাবলীল হওয়ার বিষয়ে সাক্ষাৎকারে শুভ বলেন, ‘এজন্য দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সব বলিউড তারকাদের দোষ দিন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বলিউডের ব্যাপক প্রভাব। কারণ আমরা পাশাপাশি সীমান্তের। আমার অনেক উত্তর ভারতীয় ও পাঞ্জাবি বন্ধু রয়েছে।

বলিউডে কাজ করার আছে কিনা- এমন প্রশ্নেরে উত্তরে আরিফিন বলেন, ‘এই মুহূর্তে আমি জানি না।

অক্টোবর ২৯, ২০২৩ at :২২:১৩(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়