শ্যামনগরে আল খিদমাহ ফাউন্ডেশনের কোরআন শরীফ বিতরণ

আগের সংবাদ

মণিরামপুরে আ.লীগের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে লিফলেট বিতরণ

পরের সংবাদ

জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে আলোচনা সভা

রুহুল আমীন

রূপান্তর প্রতিনিধি, যশোর

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩ , ৪:১৬ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২৯, ২০২৩ , ৪:১৬ অপরাহ্ণ

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে আলোচনা সভা ও র‌্যালি হয়েছে। শনিবার জেলা আইনজীবী সমিতির ১ নং মিলনায়তনে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম বলেন, ‘নির্বাচন এলেই বিভিন্ন অজুহাত তুলে বিএনপি নির্বাচন বানচাল করার পাঁয়তারা চালায়। পিছনের রাস্তা দিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার ষড়যন্ত্র করে। সংবিধানের বাইরে যেয়ে অন্তবর্তীকালীন বা তত্ত্বাবধয়ক সরকারের দাবী তুলে জনগণকে বিভ্রান্ত করছে। আন্দোলনের নামে নির্বাচন বানচালের নতুন খেলা শুরু করেছে তারা। তাদের কোন ষড়যন্ত্র সফল হবে না। দেশবাসী জেনে গেছে মুক্তিযুদ্ধেও পক্ষের শক্তি ক্ষমতায় না থাকলে বাংলা হবে মিনি পাকিস্তান। তাই সাধারণ জনগণ সবর। দেশবাসী বিএনপির ষড়যন্ত্র সফল হতে দেবে না। ষড়যন্ত্রের গন্ধ পেলে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলবে’।

জেলা জাসদের সহ-সভাপতি আহসান উল্লা ময়নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপি, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, সদস্য অধ্যক্ষ তরিকুল ইসলাম, পৌর শাখা আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবর, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, জাতীয় যুবজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, জেলা শাখা সাধারণ সম্পাদক আবুল বাশার মুকুল ও জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি তাজুল ইসলাম। আলোচনা সভা শেষে র‌্যালি বের হয়।

আইর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়