মির্জা ফখরুল আটক

আগের সংবাদ

বিএনপি নেতা আমীর খসরুর বাসার নিচে পুলিশ

পরের সংবাদ

শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে আইডিয়ার ওয়ারিন্টেশন প্রোগ্রাম

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩ , ১:১৭ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২৯, ২০২৩ , ১:১৭ অপরাহ্ণ

আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ৩ মাসব্যাপী ‘ইন্টার্নশীপ অন সফট স্কিল ডেভেলপমেন্ট এবং কাস্টমার ম্যানেজমেন্ট’ শিরোনামে এক ওয়ারিন্টেশন প্রোগ্রামের অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোরের খড়কী শাহ্ আব্দুল করিম রোডে আইডিয়া পিঠা পার্ক সংলগ্ন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা অফিসের হল রুমে এ ওয়ারিন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শিক্ষার্থীরা খুব ভালো পড়াশোনা করছে, ডিগ্রিও অর্জন করছে। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা কাঠামোয় আবদ্ধ থাকার কারণে চাকরি বাজারে কিংবা বিদেশের উচ্চ শিক্ষায় পিছিয়ে পড়ছে। কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের আরও এগিয়ে নেওয়ার জন্য এই ইন্টার্নশীপে নানান দক্ষতা উন্নয়ন মূলক সেশন থাকছে। শহরের কোলাহলমুক্ত নিরিবিলি গ্রামীণ পরিবেশে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যকে সামনে রেখে এ ইন্টার্নশীপের আয়োজন। এ ইন্টার্নশীপে থাকছে পাবলিক স্পিকিং, কমিউনিকেশন হ্যাকস, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং বেসিক, ইমোশনাল ইন্টেলিজেন্স, টিম ওয়ার্ক, কাস্টমার ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট-এর মতো একাধিক দক্ষতা উন্নয়ন মূলক সেশন। এছাড়াও এর উপর থাকবে প্র্যাক্টিকাল লেসন, মনিটরিং এবং ট্যাক্স। তিন মাস পর সকল শিক্ষার্থীদের জন্য থাকছে অভিজ্ঞতা সনদ।

ওয়ারিন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা আইডিয়া সমাজকল্যাণ সংস্থার স্বপ্নদ্রষ্টা যশোর সরকারি এম এম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন। ওয়ারিন্টেশন প্রোগ্রামে সঞ্চলনায় ছিলেন নাবিলা সুলতানা দিশা।

অনুষ্ঠানের সভাপতি বলেন, ‘‘ছাত্রজীবন ই অভিজ্ঞতা অর্জনের জন্য যথার্থ সময়। আমাদের শিক্ষার্থীরা এখন। একাডেমিক শিক্ষার বাইরে প্র্যাক্টিকাল জ্ঞান গুলো থেকে অনেক পিছিয়ে থাকে, ফলশ্রুতিতে ভাইভা বোর্ডে গিয়ে তাদের ফেইস করতে হয় বেকারত্ব, ভালো মার্ক সম্বলিত সার্টিফিকেট হাতে থাকলেও অনেক চাকরী থেকেই আসে না বোধক উত্তর। এর কারণ পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়নে মনোযোগী না হওয়া এবং তাই কোন রকম কোর্স ফি ব্যতিরেকে পৌঁছে দিতে চেয়েছি এই সুযোগ।’’

আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের সভাপতি তানজিয়া জাহান মমতাজ বলেন, ‘‘আমরা নানান সময় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই দেওয়া, কারিগরি শিক্ষা প্রদান, শিক্ষাভাতা প্রদানের ব্যবস্থা রাখি ও তাদের জন্য অনুপ্রেরণা মূলক নানান আয়োজন করে থাকি। তবে দক্ষতা উন্নয়ন এর লক্ষ্যে এক গুচ্ছ কোর্স নিয়ে সাজানো ইন্টার্নশিপ এই প্রথম। আমি ভীষণ আনন্দ অনুভব করছি।’’

আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘‘একঝাঁক নতুন মুখ আইডিয়া থেকে জ্ঞান আহরণ করবে এবং স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে। এরচেয়ে বেশি আনন্দের আমাদের জন্য আর কী হতে পারে।’’

আইডিয়া স্পোকেনের কর্ডিনেটর নাবিলা সুলতানা বলেন, ‘‘প্রতিনিয়ত আমরা আইডিয়া থেকেই আমাদের সকল দক্ষতার সমৃদ্ধি ঘটিয়েছি। তবে প্যাকেজ আকারে এতোগুলো গুরুত্বপূর্ণ সেশন শিক্ষার্থীদের কাছে একবারে পৌঁছে দেওয়ার উদ্যোগ এই প্রথম নেওয়া হয়েছে। সকাল শিফট এবং বিকাল শিফট ধরে এবার মোট ৩০ জন শিক্ষার্থী কে নিয়ে আমাদের এই যাত্রার সূচনা। আশা করছি দারুণ কিছু হবে।’’

ইন্টার্নশীপে অংশ নেওয়া একজন শিক্ষার্থী বলেন, ‘‘এমন একটি সুযোগ আমাদের কাছে অবিশ্বাস্য। এই ইন্টার্নশীপ এর আওতায় যেসকল। কোর্স রয়েছে, বাইরে তার কোর্স ফী সাধারণ শিক্ষার্থীদের সাধ্যের বাইরে থাকে। সেখানে দক্ষতা বৃদ্ধির এই সুযোগ তাও আবার শীতকালীন ছুটিতে আমাদের কাছে অভিনব সুযোগ। আমি বিন্দুমাত্র দেরী করিনি আবেদন করতে।’’ আরেক শিক্ষার্থী লাকী বলেন, ‘‘জনসম্মুখে কথা বলতে ভয় পাই, একাডেমিক লেসনে ভালো হলেও ভাইভা ফেইস করতে কিংবা কথায় জড়তা আসে। এজন্যই নিজের দক্ষতা অর্জনের লক্ষ্যে এখানে আসা।’’

এছাড়াও এসময় শুভেচ্ছা বক্তব্যে দেন আইডিয়ার সিনিয়র সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়