একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলা ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঐতিহাসিক টাউনহল ময়দানের টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে হারুন অর রশীদকে সভাপতি ও সাজেদ রহমান বকুলকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট যশোর জেলা কমিটি ও ইমতিয়াজ আহম্মেদ মুনকে সভাপতি ও জহির ইকবাল নান্নুকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট যশোর শহর কমিটি গঠন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সমাজতান্ত্রিক দল জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম।
প্রধান আলোচক ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইটি সেলের সভাপতি আসিফ মুনির তন্ময়। শুভেচ্ছা বক্তব্য দেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন ও ডাক্তার আবুল বাশার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেশবপুর উপজেলা কমিটির সভাপতি অ্যাড. আবু বকর সিদ্দিকী।
সভাপতিত্ব করেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হারুন অর রশীদ। স্বাগত বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল। সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাজেদ রহমান বকুল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।