অপু যে এখনও শাকিবকেই ধারণ করেন সেই প্রমাণ মিললো সম্প্রতি তার দেয়া কিছু বক্তব্যে। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনে নতুন কোনো লাইফ পার্টনারের প্রয়োজন নেই। কারণ শাকিব তো আছেই।
তার মানে কী, এখনও শাকিবকেই স্বামী হিসেবে মানেন অপু বিশ্বাস? যদিও প্রশ্নটা ছিল ভিন্ন। সঞ্চালক অপুকে জিজ্ঞেস করেন, জীবন তো এভাবে একা চলবে না। কখনো তো একজন লাইফ পার্টনার লাগবে? এর জবাবে অপু বলেন, ‘যেভাবে জয়ের খেয়াল রাখে শাকিব, আমি মনে করি- তাহলে আর নতুন কাউকে লাগবে কেন?’
এসময় সঞ্চালক এই নায়িকাকে থামিয়ে জিজ্ঞেস করেন, জয়ের জন্য লাগবে না। কিন্তু অপুর জন্য? এর জবাবেও একই উত্তর দেন তিনি। অপু বলেন, ‘আমার ক্ষেত্রেও তাই। লাল শাড়ি সিনেমা যখন করেছি, তখন শাকিবের কাছ থেকে সাহায্য পেয়েছি। শুটিং স্পটেও সাহায্য পেয়েছি। তারপরও কেন?
অপু বিশ্বাস বলেন, ‘আমি তো অতীত কিছু খুঁজে পাই না। আমার কাছে সবই নরমাল। আমার বন্ধুরা আছে, আপনারা আছেন। এসব কিছুর পরেও নতুন কাউকে লাগবে কেন?’
অপু বিশ্বাসের কথায় স্পষ্ট, বিচ্ছেদ বা বর্তমান সম্পর্ক যাই হোক না কেন-নিজের জীবনে এখনও জয়ের বাবাকে প্রাধান্য দেন তিনি। যার কারণে জীবনসঙ্গী হিসেবেও নতুন কারো কথা চিন্তা করতে পারেন না।
এর আগে নিজের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে অপু বলেছিলেন, ‘যখন কোনো মেয়ে ভাবে, সে ফের বিয়ে করবে এবং তার একটি সন্তান রয়েছে। এমন অবস্থায় ওই মেয়েটা হয়তো সুখী হবে, সে একজন নতুন জীবনসঙ্গী পাবে কিন্তু সন্তান একজন অন্য মানুষকে পাবে। যে তার বাবা নয়, বা যার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই। ফলে সে কিন্তু সুখী হবে না। সুতরাং, এমন এক পদক্ষেপে হয়তো আমি সুখী হবো, কিন্তু আমার সন্তান সুখী হবে না।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।