পানি সংকটে শেকৃবি আবাসিক শিক্ষার্থীরা

আগের সংবাদ

তারল্য ব্যবস্থায় বড় চাপে ব্যাংক

পরের সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কলেজে অ্যালামনাই গঠনের আহ্বান

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩ , ৮:৪৭ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২৮, ২০২৩ , ৮:৪৭ অপরাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে অ্যালামনাই গঠনের আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

তিনি বলেন, ‘খুব শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে পরিপূর্ণভাবে অ্যালামনাই গঠন করবে এবং সেটি আপনাদের জানিয়ে দেওয়া হবে। এর মধ্য দিয়ে কলেজগুলোর মানোন্নয়নে অ্যালামনাইরা অবদান রাখার সুযোগ পাবে।

শুক্রবার (২৭ অক্টোবর) খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের প্রথম পুনর্মিলনী ২০২৩-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মশিউর রহমান বলেন, ‘আমার কোনও শিক্ষার্থী যেন অর্থাভাবে লেখাপড়া বন্ধ না করে। লেখাপড়ার জন্য দারিদ্র্য কোনও বাধা নয়। আমি অধ্যক্ষ ও শিক্ষকদের আহ্বান জানাবো, যদি এমন কোনও শিক্ষার্থী থাকে যে অর্থকষ্টে পড়তে পারছে না, তাহলে আমাকে জানাবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় সেসব শিক্ষার্থীর দায়িত্ব নেবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দায়িত্ব ইতোমধ্যে আমরা গ্রহণ করেছি। তাদের বৃত্তি প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনও শিক্ষার্থী অর্থাভাবে পড়তে পারবে না, সেটি হতে দেব না।

উপাচার্য ড. মশিউর রহমান বলেন, আপনারা জেনে খুশি হবেন, আমাদের চার লাখ শিক্ষার্থী আগামী শিক্ষাবর্ষ থেকে আইসিটি, সফট স্কিল বাধ্যতামূলকভাবে শিখবে। তারা ইতোমধ্যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়ছে। এসব পাঠ গ্রহণ করে আমাদের সন্তানরা আরও বেশি যোগ্য হবে, দক্ষ হবে।

পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. বদিউজ্জামান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মো. অহেদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মো. জাহাঙ্গীর আলম।

অক্টোবর ২৮, ২০২৩ at ২০:৪৫:০০ (GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়