টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়ে কি ভুল করে ফেললেন কিউই অধিনায়ক টম ল্যাথাম? ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নারের তাণ্ডবে বুলেটের গতিতে বাড়ছে ক্যাঙ্গারুদের রান। দুজনেই ফিফটি তুলে নিয়েছেন, গড়েছেন জুটির সেঞ্চুরি। মাত্র ২৮ বলে ফিফটি হাঁকান ওয়ার্নার। হেড ফিফটি হাঁকাতে খেলেছেন ২৫ বল। দলীয় ১০০ রান হয়েছে ৫৫ বলে।
১০ ওভার শেষে বিনা উইকেটে ১১৮ রান অস্ট্রেলিয়ার। ৬৫ রানে ওয়ার্নার ও ৫০ রানে ব্যাট করছেন হেড।
বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ নেয়া অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়ে ফিরেছে জয়ের ধারায়। সবশেষ তিন ম্যাচে চিরচেনা ছন্দে জয় তুলে নেয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নেমেছে একাদশে একটি পরিবর্তন নিয়ে। ক্যামেরন গ্রিনের পরিবর্তে আজ খেলবেন চোট থেকে সুস্থ হয়ে ফেরা ট্রাভিস হেড। অন্যদিকে সেমির দৌড়ে নিউজিল্যান্ডের একাদশ থেকে বাদ পড়েছেন মার্ক চ্যাপম্যান। তার জায়গায় দলে ফেরানো হয়েছে জেমস নিশামকে।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, ট্রাভিস হেড, প্যাট কামিন্স, মিচেক স্টার্ক, এডাম জাম্পা, হ্যাজলউড।
নিউজিল্যান্ড একাদশ: টম লাথাম, ডেভন কনওয়ে, জিমি নিশাম, ম্যাট হেনরি, ডেরিয়েল মিচেল, উইল ইয়ং, রাচিন রবিন্দ্র, ট্রেন্ট বোল্ট, মিচেল সান্টনার, গ্লেন ফিলিপস, লুকি ফার্গুনসন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।