আজ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সম্মেলন

আগের সংবাদ

যশোর জেলা পোষাক তৈরি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

পরের সংবাদ

বিএনপির দাবি মহাসমাবেশকে ঘিরে অহেতুক আটক করছে

যশোরে বিএনপির আরও ২৬ নেতাকর্মী আটক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩ , ১২:৫৫ পূর্বাহ্ণ আপডেট: অক্টোবর ২৮, ২০২৩ , ১১:৪৬ পূর্বাহ্ণ

যশোরে বিএনপি ও অঙ্গসংগঠনের আরও ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে নাশকতার পেন্ডিং মামলায় শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিএনপির নেতৃবৃন্দের দাবি ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে ঘিরে পুলিশ নেতাকর্মীদের অহেতুক আটক করছে।

এদিকে, ঢাকার মহাসমাবেশকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে যশোর জেলা পুলিশ। শুক্রবার দিনভর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে তল্লাশি চালায়। এছাড়া চলে একের পর এক মহড়াও।

বৃহস্পতিবার রাতে আটকরা হলেন, যশোর শহরের পূর্ব বারান্দী বটতলা এলাকার হাবিব আল রাজী, চুড়িপট্টির সানি উদ্দিন চৌধুরী, সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের মানিক সরদার, মঠবাড়ি দক্ষিণ পাড়ার শহিদুল ইসলাম, আড়পাড়া সাহাপুরের অপু হোসেন, ঘুরুলিয়া গ্রামের মাহাবুবুর রহমান মাহাবুব, ফতেপুরের আব্বাস আলী, মিটুল হোসেন, হাঅর রশিদ, নাজিম মৃধা, গাইটবিলা গ্রামের আবু বক্কার, আনোয়ার হোসেন, ছিলুমবাড়িয়া গ্রামের মাহামুদ হোসেন, পদ্মবিলা গ্রামের হারুন দোগাছিয়া গ্রামের আব্দুস সামাদ, ঝিকরগাছা উপজেলার সাগরপুর গ্রামের আব্দুস সামাদ, বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের আব্দুর রশিদ, আদমপুর গ্রামের কামাল হোসেন, চেচুয়াখোলা গ্রামের তিব্বর আলী, শার্শা উপজেলার বাগআঁচড়া পূর্বপাড়ার মেহেদী হাসান, রঘুনাথপুর গ্রামের আব্দুল মান্নান, বেলতা গ্রামের ছাফদার আলী বিশ্বাস, খলিশাখালী গ্রামের বাদশা প্রধানধলগাহ গ্রামের জামাত আলী পান্তাপাড়া গ্রামের আক্কেল আলী, চৌগাছা উপজেলার পেটভরা গ্রামের মাহবুর রহমান, মণিরামপুর উপজেলার নেহালপুর বিশ্বাসপাড়ার আছমত।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, আমাদের টার্গেটের প্রায় দিগুন নেতাকর্মী ঢাকাতে পৌছেছে। আজ রাতে আরো কয়েকজন রওনা দিবেন। তিনি আরও বলেন, নেতাকর্মীর ষড়যন্ত্রমুলক মামলায় আটকে রেখে কোনো লাভ হবেনা।

এসব বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের দাবি, বিএনপির মহাসমাবেশ বলে কোনো কথা নয়। যশোর জেলা পুলিশ এমনিতেই কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া অহেতুক আটক কাউকে করা হচ্ছে না। ওয়ারেন্ট যাদের রয়েছে তাদেরকেই আটক করা হচ্ছে।

বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে ঘিরে যশোরে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আটকের ঘটনায় বিএনপির নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়