বলিউডে পা দিয়েই মিমির চমক!

আগের সংবাদ

শ্যামনগরে নারী উদ্যোক্তাদের কর্মশালা ও ভাতার চেক বিতরণ

পরের সংবাদ

মহম্মদপুরে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩ , ১০:৩০ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২৬, ২০২৩ , ১০:৩০ অপরাহ্ণ

মাগুরার মহম্মদপুরে “দুস্থ, বিধবা, স্বামী পরিত্যক্তা ও হতদরিদ্র জনগোষ্টিকে কর্মসংস্থানমুলক কাজের মাধ্যমে প্রশিক্ষণে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন” প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী ড্রাইভিং কাম অটো মেকানিকস ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় বহুমুখী মানবকল্যাণ সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার দুপুরে মহম্মদপুর উপজেলার বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা- ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে জুম ভিডিও এর মাধ্যমে যুক্ত হয়ে বহুমুখী মানবকল্যাণ সংস্থার চেয়ারম্যান আবদুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বহুমুখী মানবকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য জেসমিন জাহান মুন, মানবকল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাইফুল হক, সমাজসেবা অধিদপ্তর ঢাকার প্রকল্প পরিচালক ও অতিরিক্ত পরিচালক শহীদুল ইসলাম, মানবকল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান আহমেদ পিপুল।

তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা জগদল সম্মিলনী কলেজের সহযোগী অধ্যাপক বজলুল কবীর, প্রশিক্ষণের প্রজেক্ট কো-অর্ডিনেটর তাপস কুমার দেবনাথ ও জেলাসমূহের সম্বনয়কারী তনয় চক্রবতী উপস্থিত ছিলেন। দুইমাসব্যাপী এ প্রশিক্ষণের উপজেলা ১২০জন প্রশিক্ষাণার্থী অংশ নিচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়