ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার দিবাগত রাত দুইটায় তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন খোকনের স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানা।
তিনি জানান, রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ের তার ভাইয়ের বাসা থেকে খোকনকে আটক করা হয়েছে।
এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পল্লবীর বাসায় পুলিশি অভিযান চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এরআগে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তার করা হয়েছে। এবার আটক করা হলো খায়রুল কবির খোকনকে।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু জানিয়েছেন, বুধবার দিনে এবং রাতে অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, চকবাজার থানার ২৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজী মো. মনিউর রহমান, নিউ মার্কেট থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. হাশেম, ওয়ারী থানার ৪১নং ওয়ার্ড বিএনপির নেতা প্রদিপ আহমেদ, চকবাজারের ২৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন, বংশালের ৩৫ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. হারুন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আলমসহ প্রায় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।