গলাব্যথা ও খুসখুসে কাশি সারাতে কী করবেন?

আগের সংবাদ

ওএমএস তো নয়, চলছে যেন হরিলুট!

পরের সংবাদ

মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে সাকিব

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩ , ১০:৫২ পূর্বাহ্ণ আপডেট: অক্টোবর ২৬, ২০২৩ , ১০:৫২ পূর্বাহ্ণ

মিরপুরে কোচ নাজমুল আবেদিন ফাহিমের অধীনে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে মিরপুরে এসেছেন সাকিব। এরপর ইনডোরে অনুশীলন শুরু করেন তিনি।

চলতি বিশ্বকাপে ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না সাকিবের। বল হাতে উইকেট থাকলেও প্রভাব ফেলতে পারছেন না ম্যাচ প্রেক্ষাপটে। তাই নিজেকে ফিরে পেতেই সাকিব আল হাসান ঢাকায় ফিরে এসেছেন বলে জানিয়েছেন অলরাউন্ডারের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম। গতকাল তার সঙ্গে অনুশীলন সেশন নিয়ে সন্তুষ্ট সাকিব। আরও একটা সেশনের পর ফিরে যাবেন দলের কাছে।

এর আগে গতকাল বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় ফেরেন সাকিব আল হাসান। এরপর দুপুরেই হাজির হন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। সেখানে বিকেএসপির প্রশিক্ষক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন করেন সাকিব। বিশ্বকাপের মাঝেই দলকে ভারতে রেখে সাকিবের দেশে দেখেই তার সমালোচনা করছে সমর্থকরা। তবে সাকিবের ঢাকায় ফেরার বেশকিছু কারণ রয়েছে।

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরেই হয়তো সাকিবের মনে পড়েছে পুরনো গুরুর কথা। তাই নিজেকে প্রস্তুত করতে হাজির হয়েছেন ক্রিকেটগুরু খ্যাত নাজমুল আবেদীনের কাছে। ইনডোর স্টেডিয়ামে গুরু ফাহিমের কাছে নিজের ভুলত্রুটিগুলো শুধরে নিচ্ছেন সাকিব।

জানা গেছে, আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এর পরদিনই ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

আইর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়