প্রেমে পড়লে নাকি অসম্ভবকেও সম্ভব করে ফেলার মতো কাজ করেন প্রেমিক-প্রেমিকারা। সেই প্রবাদকেই পদে পদে প্রমাণ করছেন ভারতের আলোচিত কনম্যান সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপির আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত তিনি। বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে তার সম্পর্কের কথা প্রায় সকলেরই জানা। কনম্যান সুকেশের প্রেমে নাকি পড়েছিলেন ‘কিক’ খ্যাত অভিনেত্রী। সেই সম্পর্কের জেরে কম ঝামেলা পোহাতে হয়নি তাকে। প্রতারণাকান্ডের তদন্তের কারণে গত এক বছরে বেশ কয়েকবার আদালতে হাজিরা দিতে হয়েছে জ্যাকুলিনকে। শুধু তাই-ই নয়, অভিনেত্রীর বিদেশযাত্রাতেও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। যদিও সমপ্রতি শিথিল হয়েছে সেই কড়াকড়ি। তার পর থেকে একাধিকবার বিদেশযাত্রা করে ফেলেছেন নায়িকা। তবে এবার বিদেশভ‚মি নয়, ভারতের এক তীর্থক্ষেত্র তার গন্তব্য। কেদারনাথে গিয়েছেন জ্যাকুলিন। সেখানে গিয়ে পূজো দেন নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একাধিক ছবিও পোস্ট করেছেন তিনি।
দিন কয়েক আগেই জানা গিয়েছিল, জেলে বসেই নাকি জ্যাকুলিনের জন্য নবরাত্রির উপোস রাখছেন সুকেশ। কনম্যান দাবি করেছিলেন, জীবনে নাকি এই প্রথম কারো জন্য উপোস করছেন তিনি। সুকেশের কথায়, “নবরাত্রির নয় দিন আমি জ্যাকুলিনের জন্য উপোস করবো, যাতে কোনো অশুভ শক্তি ওকে ছুঁতে না পারে।”সুকেশের সেই দাবির সপ্তাহখানেকের মধ্যেই জ্যাকুলিনের কেদারনাথে যাওয়ার ছবি এবং ভিডিও প্রকাশ্যে। তবে কি জেলবন্দি প্রেমিকের জন্য প্রার্থনা করতেই তীর্থযাত্রা করলেন নায়িকা?
দিল্লির মান্ডোলি জেলে রয়েছেন সুকেশ। জেলে বসেও প্রেমেই মজে কনম্যান। দূরত্ব সত্ত্বেও জ্যাকুলিনের প্রতি প্রেম ফিকে হয়নি সুকেশের। বরং জেল থেকে একাধিকবার অভিনেত্রীকে প্রেমপত্র লিখেছেন তিনি। জ্যাকুলিনের মুখে হাসি ফোটানোর জন্য তিনি সব করতে পারেন, এই দাবি এর আগেও একাধিকবার করেছেন কনম্যান সুকেশ। যদিও নিজের তরফে সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক কখনোই জনসমক্ষে স্বীকার করেননি বলিউড অভিনেত্রী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।