কোমলমতি শিক্ষার্থীদেরকে উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা হলো প্রাথমিক শিক্ষার লক্ষ্যের একটি অংশ। এ উদ্দেশ্যে আমাদেরকে জানতে হবে স্বপ্ন কি? মানুষের অবচেতন মনের চিন্তাধারাই হলো স্বপ্ন। যেটি সাধারণত মানুষ ঘুমিয়ে দেখে। কিন্তু এখানে যে স্বপ্নের কথা বলা হচ্ছে সেটি হলো মানুষের জীবনের প্রত্যাশা। এই প্রত্যাশা হলো উন্নত জীবন গড়ার প্রত্যাশা।
প্রতিটি কোমলমতি শিক্ষার্থীর মনে একটি গোল্ডেন পেজ রয়েছে। একজন শিক্ষককে শিক্ষার্থীর মেধা যাচাই করে শিক্ষার্থীর সেই গোল্ডেন পেইজে উন্নত জীবন গড়ার স্বপ্নের নাম লিখতে হবে। কোনো শিক্ষার্থীর মধ্যে চিত্রাংকনের প্রতিভা থাকলে তাকে চিত্রশিল্পী হওয়ার জন্য অনুকল পরিবেশ তৈরি করে দিতে হবে। শিক্ষার্থীর এই প্রতিভা বিকাশে শিক্ষক এবং তার পরিবারকে অগ্রগণ্য ভ‚মিকা রাখতে হবে। তেমনি কোন শিক্ষার্থীর কণ্ঠ মিষ্টি হলে এবং গানের প্রতি আগ্রহ থাকলে তাকে ভবিষ্যতে একজন দক্ষ কণ্ঠশিল্পী হওয়ার স্বপ্ন দেখিয়ে অনুক‚ল পরিবেশ তৈরি করে দিতে হবে।
গণিতে দক্ষ কোনো শিক্ষার্থীকে গণিতবিদ ও অর্থনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখাতে হবে। তাকে জোর করে শিল্পী করার প্রচেষ্টায় ব্যর্থতার সম্ভাবনাই বেশি। বিজ্ঞানে দক্ষ কোন শিক্ষার্থীকে চিকিৎসক, প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখাতে হবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে। খেলাধুলায় দক্ষ শিক্ষার্থীকে ভবিষ্যতে একজন দক্ষ খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে। এই স্বপ্ন পূরণের জন্য তাকে কঠোর পরিশ্রমী ও সময়ানুবর্তী করে তুলতে হবে। বিদ্যালয়ের ফুল বাগান সবজি ক্ষেতের প্রতি আগ্রহী দায়িত্বশীল শিক্ষার্থীকে ভবিষ্যতে একজন দক্ষ কৃষক, কৃষিবিদ হওয়ার স্বপ্ন দেখাতে হবে।
কারণ কৃষিই দেশের অর্থনীতির মূল চাবিকাঠি। শিক্ষার্থীদের প্রতিভা, মেধা, রুচি, সামর্থ্য, বয়স আগ্রহ বিবেচনা করে একজন শিক্ষককে সিদ্ধান্ত নিতে হবে এই শিক্ষার্থীর মনের গোল্ডেন পেইজে কোন স্বপ্নের নাম লিখতে হবে। সেইভাবে শিক্ষার্থীদের অভিভাবকদেরকে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার্থীদেরকে নৈতিকতা শিক্ষাদান করতে হবে। পরিশ্রমী, সৎ, বিনয়ী, দৃঢ় প্রতিজ্ঞাসম্পন্ন মানসিকতা অর্জন করাতে একজন শিক্ষককে সর্বোচ্চ প্রচেষ্টা করে যেতে হবে। বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে নেতৃত্বদানকারী শিক্ষার্থীকে একজন আদর্শ নেতা হওয়ার স্বপ্ন দর্শন করাতে হবে।
মেধাবী, সহনশীল ও নির্লোভ মনোভাবসম্পন্ন শিক্ষার্থীকে একজন আদর্শ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখাতে হবে। একজন আদর্শ শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। একজন দক্ষ শিক্ষক আন্তরিক হলে কোমলমতি শিক্ষার্থীকে উন্নত জীবনের সঠিক স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করতে পারেন এবং সেই স্বপ্ন পূরণের জন্য ঐ শিক্ষার্থীকে মজবুত জীবন ভিত্তি প্রস্থর স্থাপন করে দিতে পারেন। আসুন আমরা শিক্ষক সমাজের সকল শিক্ষক মিলে এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে, আমরা নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করবো এবং সেই স্বপ্ন পূরণের জন্য অনুক‚ল পরিবেশ তৈরিতে অগ্রগণ্য ভ‚মিকা রাখবো। তবেই দেশে মেধাবী সন্তান তৈরি হবে। সুযোগ্য ও দক্ষ নাগরিক হয়ে তারা দেশকে উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ্।
লেখক- প্রধান শিক্ষক
৫৯ নং খলিসাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
নড়াইল সদর, নড়াইল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।