বৈধ আয়ের উৎস না থাকলেও গড়েছে কোটি টাকার সম্পদ!

আগের সংবাদ

এমন মৃত্যুর দায়ভার কে নেবে?

পরের সংবাদ

৫ দিন বন্ধের পর আজ চালু হচ্ছে বেনাপোল বন্দর

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩ , ৫:২৪ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২৫, ২০২৩ , ১০:৫০ পূর্বাহ্ণ

দুর্গা পূজার ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে টানা ৫ দিন আমদানি-রফতানি বানিজ্য বন্ধ থাকার আজ বুধবার সকাল থেকে আবারো কর্মব্যস্ততা ফিরেছে বন্দরে।

গত ২০ অক্টোবর থেকে ২৪ অক্টেবর পর্যন্ত দুই দেশের মিলে টানা ৫ দিন এপথে বন্ধ ছিল আমদানি-রফতানি বানিজ্য।

এদিকে বাণিজ্য শুরু হওয়ায় কর্মব্যস্ততা ফিরেছে বন্দরে। বেনাপোল বন্দর থেকে রফতানি পণ্য নিয়ে ট্রাক যাচ্ছে ভারতে। ভারত থেকেও পণ্যবাহী ট্রাক এসেছে বেনাপোল বন্দরে। পন্য খালাসে ব্যস্ত সময় পার করছে শ্রমিকসহ বন্দর সংশিষ্টরা।

আমদানি পণ্যের মধ্যে রয়েছে গার্মেন্টস, কেমিক্যাল, মেডিকেল সামগ্রী, শিশুখাদ্য, মেশিনারী ও মাছসহ বিভিন্ন ধরনের পণ্য। রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব্য, কেমিক্যাল, মাছ, ওয়াল্টন পণ্য সামগ্রী বসুন্ধরা টিস্যু ও মেলামাইন ইত্যাদি।

বন্দরের তথ্য মতে, প্রতিদিন গড়ে ৪০০ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি ও ২০০ ট্রাক পণ্য রফতানি হয় ভারতে। আমদানি পণ্য থেকে বছরে সরকারের রাজস্ব আসে প্রায় ৬ হাজার কোটি টাকা।

বেনাপোল বন্দরের ভার প্রাপ্ত পরিচালক রেজাউল করিম জানান, পূজার ছুটি শেষে বন্দরে কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত বন্দর থেকে পণ্য খালাস করতে পারে সংশিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আইর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়