এবারো ডিজিটাল লটারিতে সরকারি স্কুলে ভর্তি

আগের সংবাদ

আট ব্যাংক পেলো ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন

পরের সংবাদ

শূন্য পদের বিপরীতে আলাদা গণবিজ্ঞপ্তি দাবি ইনডেক্সধারী শিক্ষকদের

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩ , ৯:১১ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২৩, ২০২৩ , ৯:১১ অপরাহ্ণ

এমপিওভুক্ত ইনডেক্সধারী (নিবন্ধিত) শিক্ষকরা শূন্য পদের বিপরীতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনের জন্য আলাদা একটি গণবিজ্ঞপ্তি চান। এই দাবিতে রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে মানববন্ধন করেন শিক্ষকরা।

রোববার মানববন্ধনে জড়ো হয়ে শিক্ষকরা বলেন, আমরা স্বল্প বেতনে ৭০০-৮০০ কিলোমিটার দূরে চাকরি করছি। পরিবারের কেউ অসুস্থ হলে বাড়িতে যেতে পারি না। মৃত্যুর পর সময়মতো বাবা-মায়ের জানাযায় পর্যন্ত যেতে পারি না। বেতন পাই ১২ হাজার ৫০০ টাকা। এই বেতন দিয়ে পরিবার নিয়ে কর্মস্থলে থাকার সুযোগ নেই। ভাষাগত সমস্যার কারণে অনেকক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীর হাসির খোরাক হতে হয়। বিশেষ করে নারী শিক্ষকদের স্বামী সংসার রেখে এভাবে দূরে থাকতে গিয়ে অনেকের সংসার ভাঙ্গার উপক্রম হচ্ছে।

তারা বলছেন, সরকারের পক্ষ থেকে পারস্পরিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনের একটি নীতিমালা করতে যাচ্ছে। তবে এ পদ্ধতিতে শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের সুফল পাবে না। কারণ, এক জেলার বা বিভাগের শিক্ষকের সঙ্গে আরেক জেলা বা বিভাগের শিক্ষকের মিউচুয়ালি প্রতিষ্ঠান পরিবর্তন করা খুবই দুঃসাধ্য কাজ।

শিক্ষকদের দাবি, শূন্য পদের বিনিময়ে সরকার যদি একটি গণবিজ্ঞপ্তি দিয়ে দেয় তাহলে প্রতিষ্ঠান পরিবর্তনে ইচ্ছুক শিক্ষকরা নিজ উপজেলা বা জেলায় চলে যেতে পারবে। আর শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের পর আরেকটি নতুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধিত শিক্ষকদের সেসব পদে নিয়োগ দিলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। এমন করা সম্ভব হলে তা বদলি পদ্ধতির চেয়ে অনেক সহজ হবে বলে মনে করেন শিক্ষকরা।

জানা গেছে, গত বছর শিক্ষা মন্ত্রণালয় থেকে বদলির জন্য নিয়োগ নীতিমালার ৭ নম্বর ধারা স্থগিতের পর থেকে বদলি নিয়ে শিক্ষকরা বিভিন্নভাবে তাদের দাবি জানিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে তারা আলাদা গণবিজ্ঞপ্তি দাবি করছেন। বদলির নীতিমালা তৈরি করতে গত মঙ্গলবার শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপিতে বিভাগীয় প্রার্থী হিসেবে বেসরকারি এমপিওভুক্ত ইন্ডেক্সধারি শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন অথবা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন তথা বদলি প্রথা চালুর জন্য নীতিমালা প্রণয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সচিব বরাবর অনুরোধ জানান শিক্ষকরা।

আইর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়