গত ২৪ সেপ্টেম্বর রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। উদয়পুরে পিচোলা হ্রদের ধারে রূপকথার বিয়ে হয় রাঘব-পরিণীতির। যদিও কখনওই কোনও রাজনীতিবিদকে বিয়ে করতে চাননি অভিনেত্রী।
কিন্তু বিধি বাম। শেষমেশ রাজ্যসভার সাংসদকেই মনে ধরে পরিণীতির। বিয়ের এক মাস যেতে না যেতেই পরিবার পরিকল্পনা শুরু করে দিয়েছেন অভিনেত্রী!
না, তেমন কিছু না তবে। তবে অভিনেত্রীর একটি পুরনো ভিডিও ফের ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি জানান, শিশু বেশ পছন্দ। তবে পরিণীতি নিজের সন্তান নেয়ার থেকে দত্তক নিতে বেশি উৎসাহী।
এক পুরনো সাক্ষাৎকারে পরিণীতি বলেছিলেন, ‘‘আমি আসলে সন্তান দত্তক নিতে চাই। কারণ, এত সন্তান ধারণ করা সম্ভব নয়। তাই আমি প্রচুর ছেলেমেয়ে দত্তক নিতে চাই।’’ যদিও অভিনেত্রী বরাবর যা পরিকল্পনা করে এসেছেন, তার বিপরীতে গিয়েই কাজ করেছেন। অন্তত জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নিজের পূর্ব পরিকল্পনাকে পাত্তা দেননি, এ বার সন্তানের ক্ষেত্রেও কি তেমনটাই করতে চলেছেন? তা সময় বলবে।
অন্যদিকে, সুদূর আমেরিকা থেকে বোনের জন্মদিনে শুভেচ্ছা পাঠালেন বোন প্রিয়াঙ্কা চোপড়া। লিখলেন, ‘‘শুভ জন্মদিন তিশা। আশা করব সারা জীবন ভালবাসায় পরিপূর্ণ থাকবে।’’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।