পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গত ১৫ অক্টোবর সাংবাদিকদের জানিয়েছিলেন যে, বাংলাদেশ সরকার খরচ দিলে ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক পাঠাবে। কিন্তু ইউরোপের জোটটি তাদের অবস্থান থেকে সরে গেছে। এখন নিজেদের খরচে ইউরোপিয়ান ইউনিয়ন সাত জন পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
আগামী মঙ্গলবার ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে নির্বাচন পর্যবেক্ষক আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তারা আগে চিন্তা করেছিল যে, বড় দল পাঠাবে। কিন্তু তাদেরও বাজেটের সমস্যা। সব দেশে এখন বাজেটের সমস্যা। তারা এজন্য সাত জনের একটি প্রতিনিধি দল পাঠাবে। সাত জনের জন্য আমাদের কোনও পয়সা লাগবে না। তবে এখানে আসার পরে বাকি যে সাহায্য- সহযোগিতা, সেটি আমরা দেবো।
এর আগে গত রবিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘ইউরোপিয়ান কমিশন বলছে, তাদের পয়সার অভাব এবং সেই কারণে তারা বড় প্রতিনিধি দল পাঠাতে পারবে না। তারা বলেছে যে, তারা একটি ছোট দল পাঠাবে— যদি ওই ছোট দলের থাকা-খাওয়া এবং আসা-যাওয়ার খরচ আমরা দেই। আমরা এগুলোতে খুব একটা আগ্রহী নই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।