কালিগঞ্জে অল্প দিনে আলোচিত হয়েছেন ইতালি আ'লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনয়ন প্রত্যাশী রনি আহমেদ

আগের সংবাদ

মহেশপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরু বিতরণ ও মতবিনিময়

পরের সংবাদ

পাইকগাছায় ১ বছরে ৫৭ সড়ক দুর্ঘটনা; ৯ জনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩ , ১১:৫৭ পূর্বাহ্ণ আপডেট: অক্টোবর ২২, ২০২৩ , ১১:৫৭ পূর্বাহ্ণ

পাইকগাছায় ১ বছরে ৫৭টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন গুরুতর আহত ও ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে শনিবার সকালে নিরাপদ সড়ক চাই পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনার এমন তথ্য তুলে ধরেন নিসচা উপদেষ্টা ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।

মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, ২০২১-২২ সালে উপজেলায় ৬৭টি সড়ক দুর্ঘটনায় ৫৫ জন আহত ও ১৭ জন ব্যক্তি নিহত হন। তিনি বলেন, ২২ অক্টোবর ২০২২ সাল থেকে ২১ অক্টোবর ২০২৩ পর্যন্ত গত ১ বছরে এলাকায় ছোট বড় ৫৭টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ২৬জন গুরুতর আহত ও ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন, মনিরুল ইসলাম, প্রীতিলতা সেন, নাসরিন বেগম, সাইফুল্লাহ, শহিদ, আরিফুল ইসলাম সজীব, শহিদুল, কংকন মন্ডল ও সুবোধ ঢালী।

দুর্ঘটনার কারণ হিসেবে নিসচা উপদেষ্টা বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন না করা, আইন মানার না প্রবণতা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং এর অভাব, বেপরোয়া গাড়ী চালানো প্রবণতা, লাইসেন্স বিহীন অদক্ষ চালকদ্বারা গাড়ী পরিচালনা করা, সড়কের পাশে অবৈধভাবে গাড়ী পার্কিং করা, ফিটনেস বিহীন গাড়ী চালানো, হেলমেট ব্যবহার না করা ও পথচারীদের অসচেতনতা অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। বিভিন্ন দৈনিক পত্রিকার প্রতিবেদন ও নিসচা’র নিজস্ব তথ্য অনুসন্ধানের ভিত্তিতে সড়ক দুর্ঘটনার এমন প্রতিবেদন তৈরী করা হয়েছে বলে নিসচা’র পক্ষ থেকে জানানো হয়।

আহ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়