ঝিনাইদহের সদর উপজেলার রাজাপুর গ্রাম থেকে জামেলা বেগম (৪০) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ । শনিবার ভোরে পাগলাকানাই ইউনিয়নের রাজাপুর গ্রামের নিজ বাড়ীর কলপাড়ের পাশে থেকে তার লাশ উদ্ধার করা হয় । জামেলা বেগম ঐ গ্রামের শরীফুল ইসরামের স্ত্রী ।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানাযায়, ভোরের দিকে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ছুটে আসে তারা। এসে দেখে জামেলা বেগম ও একই গ্রামের আবদুল করিম দুই জনেরই গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে। এক পর্যায়ে ছটফট করতে করতে জামেলাা মারা যায়। সে সময় আবদুর রহিমকে উদ্ধার করে তারা ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায় । তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠোনো হয় । জামেলা বেগম দুই সন্তানের জননী।
ঝিনাইদহ সদর সার্কেল মীর আবিদুৃর রহমান জানান, পুলিশ এসে লাশ উদ্ধার করেছে । ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পরকীয়ার জেরে এ ঘটনা ঘটেছে। তবে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে ।
তিনি আরো জানান, খুব দ্রুতই ঘটনার সুরাহা হবে। কাদেরকে আটক করেছে জানতে চাইলে তিনি জানান, তদন্তের স্বার্থে এখনই তাদের পরিচয় বলা যাচ্ছে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।