ঝিনাইদহে সদর উপজেলার রাজাপুর গ্রাম থেকে জামেলা বেগম (৪০) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে পাগলাকানাই ইউনিয়নের ঐ গ্রামের নিজ বাড়ীর কলপাড়ের পাশে থেকে তার লাশটি পড়ে ছিল ।
জামেলা বেগম ঐ গ্রামের শরীফুল ইসরামের স্ত্রী ।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানাযায়, ভোরের দিকে চিৎকার চেচামেচি শুনতে পেয়ে ছুটে আসে তারা । এসে দেখে জামেলা বেগম ও একই গ্রামের আবদুল করিম দুই জনেরই গলা কাটা অবস্থায় রয়েছে । এক পর্যায়ে ছটফট করতে করতে জামেরা মারা যায় । সে সময় আবদুর রহিমকে উদ্ধার করে তারা ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায় । তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠোনো হয় । জামেলা বেগম দুই সন্তানের জননী।
ঝিনাইদহ সদর সার্কেল মীর আবিদুৃর রহমান জানান, পুলিশ এসে লাশ উদ্ধার করেছে । ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করেছে । প্রাথমিকভাবে মনে হচ্ছে পরকীয়ার জেরে এ ঘটনা ঘটেছে । তবে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে ।
তিনি আরো জানান, খুব দ্রুতই ঘটনার সুরাহা হবে । কাদেরকে আটক করেছে প্রশান করলে তিনি জানান, তদন্তের স্বার্থে এখনই তাদের পরিচয় বলা যাচ্ছে না ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।