কালিগঞ্জে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষক বহিষ্কার

আগের সংবাদ

ফের আলোচনায় ২৮ অক্টোবর, জনমনে আতঙ্ক

পরের সংবাদ

সাতক্ষীরা পৌরসভার সব পরিবারকেই কিনে খেতে হচ্ছে পানি

Sheikh Kiron

রাকিবুল ইসলাম, সাতক্ষীরা

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩ , ৪:৪৮ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২০, ২০২৩ , ৯:০০ অপরাহ্ণ

‘সাতক্ষীরা পৌরসভার প্রতিটি পরিবারকে এখন পানি কিনে খেতে হচ্ছে। উচ্চমূল্যের এই বাজারে পানি কিনে খাওয়া ‘মরার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে। পৌরসভা সরবরাহকৃত পানি খাওয়া তো দূরের কথা, এখন রান্না বা থালা বাসন ধোঁয়ার কাজেও ব্যবহার করা যাচ্ছে না। পৌরসভার পানি খেলে পেটের পীড়ায় পরিবারের সকলেই অসুস্থ হয়ে পড়ে। নতুন করে চিকিৎসার খরচে সর্বশান্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। এরপরও পানি সব এলাকায় ঠিকমত পৌঁছায় না। পৌঁছালেও তা ব্যবহারের অযোগ্য।’

বৃহস্পতিবার সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে নিম্ন আয়ের মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে অনুষ্ঠিত এক সংলাপে বক্তারা এভাবেই পানি নিয়ে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।

আলোচনায় অংশ নেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, উন্নয়ন কর্মী মাধব দত্ত, সাংবাদিক গোলাম সরোয়ার, আসাদুজ্জামান, আহসানুর রাজীব, প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ন বিশ্বাস কেডি, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি এসএম হাবিবুল হাসান, আমরা বন্ধুর সদস্য মুশফিকুর রহমান, বদ্দীপুর কলোনীর বাসিন্দা জাহানারা খাতুন, সুলতানপুর আতির বাগানের বাসিন্দা আশরাফ আলী, রাজার বাগান লিচুতলার তামান্না পারভীন, ইটাগাছার জাহানারা খাতুন, যুব সংগঠক জাহাঙ্গীর আলম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়