ফের আলোচনায় ২৮ অক্টোবর, জনমনে আতঙ্ক

আগের সংবাদ

বেনাপোলে সজীব হত্যার রহস্য উদঘাটন: গ্রেফতার- ৪

পরের সংবাদ

ঝিকরগাছায় মধ্যযুগীয় কায়দায় স্কুলছাত্রকে নির্যাতন

আইর/

রূপান্তর প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩ , ৪:২৩ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২০, ২০২৩ , ৪:৩৩ অপরাহ্ণ

ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামে চুরির অপবাদ দিয়ে এক স্কুলছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নির্যাতিত ছেলেটি নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ভিডিওতে দেখা যায়, তাকে জোর জোর করে জামা কাপড় ধরে টেনে টেনেহিঁচড়ে ৪-৫ জন যুবক একটি কুলক্ষেতের পাশে রাস্তার ধারে নিয়ে যান। সেখানে বাঁশের লাঠি দিয়ে তাকে উপর্যুপরি মারতে থাকেন। ছেলেটি আকুতি করলেও তারা থামেননি।

নির্যাতিত ছেলেটির বাবা জানান, ১৮ অক্টোবর বেলা ১টায় তার ছেলে দোকান থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্য উপজেলার হাজিরবাগ গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে আলম ও আবুল কালাম আজাদ ওরফে আনন্দের ছেলে সেতু তার ছেলের গতিরোধ করেন। এ সময় চুরির অপবাদ দিয়ে তাকে গামছা দিয়ে বেঁধে কুলক্ষেতের পাশের রাস্তার ধারে নিয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। অভিযুক্তরা ক্ষমতাধর হওয়ায় তিনি থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। তার ছেলে বাড়িতে চিকিৎসাধীন আছে বলে জানান।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, বিষয়টি তার জানা নেই। এঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়