কালীগঞ্জে সাড়ে ৭ হাজার কৃষক পেল বিনামূল্যের বীজ ও সার

আগের সংবাদ

ফের আলোচনায় ২৮ অক্টোবর, জনমনে আতঙ্ক

পরের সংবাদ

মধু কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত

আহ/

রূপান্তর প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩ , ১:১৩ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২০, ২০২৩ , ১:১৩ অপরাহ্ণ

যশোরে মাইকেল মধুসূদন দত্তের ২শ তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে ১৯ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী মাইকেল স্মরণ মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খানম রেখার সঞ্চালনা সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, প্যানেল মেয়র মোকছিমুল বারি অপু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রবীণ শিক্ষাবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেনসহ জেলা ও কেশবপুর উপজেলার সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়