বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম ওভার বল করতে এসে তা শেষ করা হয়নি হার্দিক পান্ডিয়ার। ওভারের তৃতীয় বলে লিটন দাসের শট পা দিয়ে আটকাতে গিয়ে গোড়ালিতে আঘাত পান ভারতীয় এই বোলার। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও বল অথবা ফিল্ডিং করার অবস্থায় ছিলেন না তিনি। গোড়ালির অবস্থা জানতে স্ক্যান করতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
ভারতীয় ক্রিকেট বোর্ড তাৎক্ষণিক বার্তায় জানিয়েছে, ‘হার্দিকে পান্ডিয়ার চোট পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্ক্যান করতে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।’ পান্ডিয়ার ওভারের বাকি তিন বল করেন বিরাট কোহলি।
পুনেতে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। কিন্তু মিডল সেটা অব্যাহত রাখতে পারেনি। ১৩৭ রান তুলতেই হারিয়েছে ফেলেছে ৪ উইকেট। তানজিদ তামিম ৫১ এবং লিটন দাসের ব্যাট থেকে এসেছে ৬৬ রান। ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮ ও মেহেদী হাসান মিরাজ ৩ রানে ফিরে গেছেন। এখন ব্যাট করছেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।