ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মেয়াদ আর এক মাস উল্লেখ করে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বিএনপির নেতৃত্বে চলমান নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ যুগপৎ আন্দোলনে আগামী এক মাসের মধ্যে এ সরকারের পতন ঘটবে। গণদাবি মেনে সরকার পদত্যাগ না করলে জনগণই তাদের ক্ষমতা থেকে নামাবে।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টনে আলরাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়েজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ড. ফরহাদ।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোসহ এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশ হয়।
ফরহাদ বলেন, এ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। জনগণ সিদ্ধান্ত নিয়েছে, তারা আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। সুতরাং বিএনপির নেতৃত্বে চলমান নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ যুগপৎ আন্দোলনে আগামী এক মাসের মধ্যে এ সরকারের পতন ঘটবে। তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত হবেন। আলেম-ওলামাসহ সব রাজবন্দিও মুক্ত হবেন।
তিনি বলেন, ২০১৪, ২০১৮ আর ২০২৪ এক নয়। দেশবাসীর সঙ্গে আন্তর্জাতিক বিশ্বও আগামীতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। আর এটা প্রমাণিত যে, শেখ হাসিনা সরকারের অধীনে কোনো সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই যতই ছলচাতুরি, টালবাহানা করা হোক না কেন, শেখ হাসিনার অধীনে এ দেশে আর কোনো প্রহসনের নির্বাচন হবে না।
জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত ও এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার যৌথ সঞ্চালনায় সমাবেশে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব আব্দুল বারিক, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি মন্ডল, বিকল্পধারার মহাসচিব শাহ আহমেদ বাদল বক্তব্য রাখেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।