নড়াইলের কালিয়া উপজেলায় ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র বাস্তবায়নে ২৫ কোটি ৫৯ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।
উদ্বোধন করা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কালিয়া পৌর এলাকায় শহীদ এখলাছ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যায়ল, শাহাবাগ ইউনাইটেড একাডেমি, মনোরঞ্জন কাপুড়িয়া কলেজ, চাঁচুড়ি-পুরুলিয়া উচ্চবিদ্যালয়, রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়, যাদবপুর দাখিল মাদ্র্ররাসা, খড়রিয়া এ জি এম উচ্চ বিদ্যালয়, জে এম পি আলতাফ মোল্যা ও হাবিবুল আলম বীরপ্রতীক কলেজ।
উদ্বোধন অনুষ্ঠানকালে প্রধান অতিথি সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেন, দেশে বর্তমান সরকারের আমলেই সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান।
নড়াইল ১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি তার ফেসবুকে লিখেছেন, আমরা যখন স্কুলে পড়েছি তখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ভালো কোন ভবন ছিলো না, বসার জন্যও ভালো বেঞ্চ ছিলো না। বিদ্যুৎ ছিলো না। গরমে ঠিক মতো ক্লাস করতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে সুনিশ্চিত ও সহজলভ্য করতে মানসম্মত শিক্ষা ব্যবস্থাপনা ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করেছেন।
আজ আমার নির্বাচনী এলাকায় এক যোগে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা বিশিষ্ট নতুন ভবন উদ্ভোদন শেষ করলাম। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস পালিত হয়।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাবে নড়াইল। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রকৌশলী, পেড়লী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরেশ হাজরা, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি, সদস্যবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।