বিএনপি-জামায়াত দেশে বিদেশি শকুন আনতে চায়

আগের সংবাদ

বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ বন্ধ করুন

পরের সংবাদ

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি

আইর/

রূপান্তর প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩ , ৭:২৮ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১৮, ২০২৩ , ৭:২৮ অপরাহ্ণ

আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার (১৮ অক্টোবর ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আয়োজিত সমাবেশে থেকে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আংশিক কর্মসূচি ঘোষণা করছি। ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে।

তিনি বলেন, ২৮ তারিখের মহাসমাবেশের পর আমরা আর থামব না। টানা কর্মসূচি চলবে। অনেক বাধা বিপত্তি আসবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে অশান্তির এ সরকারের পতন ঘটাব আমরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়