বাংলাদেশের কোনো দলের পক্ষ নেয়নি যুক্তরাষ্ট্র

আগের সংবাদ

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি

পরের সংবাদ

বিএনপি-জামায়াত দেশে বিদেশি শকুন আনতে চায়

আইর/

রূপান্তর প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩ , ৭:২৭ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১৮, ২০২৩ , ৯:৩৯ অপরাহ্ণ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত দেশে বিদেশি শকুন আনতে চায়। কাক ও শকুন যেমন উচ্ছিষ্টের দিকে তাকিয়ে থাকে, ওরা তেমনি বিদেশিদের দিকে তাকিয়ে থাকে। কখন তাদের ক্ষমতায় বসাবে। কিন্তু আমাদের শক্তি একমাত্র দেশের জনগণ।

বুধবার (১৮ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: http://বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ বন্ধ করুন

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় অস্থায়ী মঞ্চে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান,দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়