ব্রাহ্মণবাড়িয়ায় মা ও দুই ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আগের সংবাদ

ধর্মশালায় প্রোটিয়াদের বাধা প্রোটিয়ারা!

পরের সংবাদ

শ্রীলঙ্কাকে হারিয়ে অজিদের প্রথম জয়

আইর/

রূপান্তর ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩ , ২:০৫ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১৭, ২০২৩ , ২:০৫ অপরাহ্ণ

ভারত বিশ্বকাপের শুরুটা মোটেও প্রত্যাশা মতো হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। নিজেদের প্রথম দুই ম্যাচেই করুণ পরাজয় বরণ করতে হয় তাদের। তবে, নিজেদের তৃতীয় ম্যাচে এসে সোমবার (১৬ অক্টোবর) আসরের প্রথম জয় পেলো অজিরা।

লক্ষনৌতে একনা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারায় অজিরা। টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও পরবর্তীতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯৯৬ সালের চ্যাম্পিয়নরা। জাম্পার ঘূর্ণি ও স্টার্ক-কামিন্সের পেসে ধরাশায়ী হয়ে শেষ পর্যন্ত ২০৯ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। ২১০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৫ করে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।

বিশ্বকাপে ১২তম দেখায় লঙ্কানদের বিপক্ষে এটি অস্ট্রেলিয়ার নবম জয়। এ জয়ে নিজেদের হারানো আতœবিশ্বাস ফিরে পেয়েছে অজিরা। অন্যদিকে, তিন ম্যাচে তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে লঙ্কানরা। অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ আগামী ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে, ২১ অক্টোবর আসরে নিজেদের প্রথম জয়ের সন্ধানে নেদারল্যান্ডের মুখোমুখি হবে লঙ্কানরা।

শ্রীলঙ্কার ২১০ রানের মাঝারি টার্গেটে ব্যাট করতে নেমে মারমুখি মেজাজে ব্যাট করার চেষ্টা করেন দুই অজি ওপেনার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। তবে, দলীয় চতুর্থ ওভারে আঘাত হানেন লঙ্কান বাঁ-হাতি পেসার দিলশান মাধুশাঙ্কা। চতুর্থ ওভারের প্রথম বলেই ৬ বলে ১১ রান করা ডেভিড ওয়ার্নারকে লেগ বিভোরের ফাঁদে ফেলেন মাধুশাঙ্কা। একই ওভারের শেষ বলে স্টিভেন স্মিথের আউটটি যেনো আগের ডিসমিসালের পুরনাবৃত্তি। ৫ বল খেলে কোন রান না করেই ফিরে যান অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক স্মিথ। এরপর জুটি গড়ে অজিদের বিপদমুক্ত করেন মিচেল মার্শ ও মার্নাস লাবুশেন। ৪১টি বল মোকাবিলা করে মার্শ তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম অর্ধ-শতক। ইনিংসের ১৫তম ওভারে দুভাগ্যজনক রান আউট হয়ে থামে মার্সের ৫১ বলে ৫২ রানের ইনিংস। থিকসানার বল ডিপে ঠেলে দিয়ে একরান সম্পন্ন করার পর দ্বিতীয় রানের জন্য দৌড় দেন দুই ব্যাটার। তবে, ডিপে থাকা করুণারতেœর দুর্দান্ত থ্রো থেকে উইকেটরক্ষক কুশল মেন্ডিস তড়িৎ গতিতে স্টাপ তছনচ করে দিলে ভাঙ্গে অজিদের ৫৭ রানের চতুর্থ উইকেট জুটি। এরপর ব্যাট করতে নামেন জশ ইংলিস। মার্নাস লাবুশেনকে সাথে নিয়ে ইংলিস নির্ভার ব্যাটিং শুরু করেন। একপ্রান্তে ইংলিসের মারমুখি ব্যাটিং আর অপর প্রান্তে লাবুশেন করেন ঠাÐা মেজাজের ব্যাটিং। ইংলিশ তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধ-শতক। তবে, দলীয় ১৫৮ রানের মাথায় ৪০ রান করা লাবুশেনকে ফিরিয়ে জুঁটি ভাঙ্গেন মাধুশাঙ্কা। অজিদের হয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে বাকি কাজ টুকু সেরে ফেলেন ইংলিশ।

এর আগে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন শুরু করেন দুই লঙ্কান ওপেনার কুশাল পেরেরা ও পাথুম নিশাঙ্কা। এই জুটির ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লেতে পাত্তাই পাননি মিচেল স্টার্ক-জশ হ্যাজলউডরা। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তুলে ফেলে লঙ্কানরা। শতরানের জুটি গড়ার পর ২২তম ওভারে পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন প্যাট কামিন্স। তার আগেই অবশ্য টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন নিশাঙ্কা। ৫৮ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। কামিন্সের বলে ওয়ার্নারের হাতে ধরা পড়ার আগে এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ৬১ রান। এরপর কুশাল পেরেরাকেও ফিরিয়েছেন অধিনায়ক কামিন্স। ২৭তম ওভারে ৭৮ রানের মাথায় কামিন্সের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন পেরেরা। তিনে নেমে সুবিধা করতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কুশাল মেন্ডিস। ২৮তম ওভারের শেষ বলে অ্যাডাম জাম্পাকে ¯øগ সুইপ করতে গিয়ে বল তুলে দেন আকাশে। খানিকটা দৌড়ে এসে ডিপ মিড উইকেটে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ডেভিড ওয়ার্নার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ৯ রান। মেন্ডিসের পথেই হেঁটেছেন আরেক সেঞ্চুরিয়ান সাধিরা সামারাবিক্রমাও। এই ব্যাটারকেও ফিরিয়েছেন জাম্পা। ৩০তম ওভারের প্রথম বলটি স্টাম্পের ওপর করেছিলেন জাম্পা। টার্ন করেনি, সোজা প্যাডে আঘাত হানে। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন ব্যাটার, কিন্তু লাভ হয়নি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ৮ রান। বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ হওয়ার আগে ৩২.১ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান। বিরতির থেকে ফিরে লঙ্কানরা বাকি ছয় উইকেট বিলিয়ে মাত্র ৩১ রান সংগ্রহ করেন। ফলে, ২০৯ রানেই থামে লঙ্কানদের ইনিংস। ম্যাচে অস্ট্রেলিয়ার সফলতম বোলার অ্যাডাম জাম্পা। ৮ ওভার বোলিং করে ৪৭ রানের খরচায় ৪টি উইকেট তুলে নেন তিনি। জাম্পা ছাড়াও অধিনায়ক প্যাট কামিন্স ২টি ও মিচেল স্টার্ক ২টি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়