রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে মঙ্গলবার চীনে পৌঁছেছেন। সেখানে তিনি ‘এ বিল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ’ শীর্ষক সম্মেলনে অংশ গ্রহণ করবেন। খবর তাসের।
বুধবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার তিনি ভিয়েতনাম ও মঙ্গোলিয়াসহ সম্মেলনে অংশ গ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে পৃথক সভা করবেন।
এছাড়াও এদিন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও তার স্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেবেন পুতিন। সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠক করবেন পুতিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।