যশোর শহরের মুজিব সড়কে পূর্বশত্রুতার জেরে রিপন হোসেন(২৪) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বূত্তরা। এ ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। সোমাবার রাত ৮টার দিকে শহরের মুজিব সড়ক জিলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় ডিবি পুলিশ মুস্তাককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহত রিপন হোসেন শহরের খড়কি গোরস্থান এলাকার বুড়োর ছেলে। এ ঘটনায় আহত মেহেদী হাসান(২৪) একই এলাকার নূরুল হোসেনের ছেলে। এ ঘটনায় আব্দুল মাজেদ(৩৪) নামে পর পক্ষের এক ব্যক্তি জখম হয়েছে তিনি একই এলাকার আফতাভ সরদারের ছেলে। এবং মুস্তাক(২০) নামে অপর এক ব্যক্তি জখম হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকিদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে পঙ্গু হাসপাতালের সামনে রিপন ও মুস্তাক রিকসা যোগে রেল স্টেশনের দিক থেকে দড়াটানা আসছিলেন। পথিমধ্যে জেলা স্কুলের পৌছালে অজ্ঞাত সাত/আট জন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় মুস্তাক বাধাদিতে এলে তিনিও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার রিপনকে মৃত ঘোষণা করেন। পরে পর্যায়ক্রমে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে নিহতের ভাই ভুট্ট হোসেন জানান, আমরা খবর পাই যে জিলা স্কুলের সামনে আমার ছোট ভাই রিপনকে ৫/৭ জন যুবক এলোপাতাড়ি কুপিয়েছে। ঘটনাটি জানতে পেরে আমরা হাসপাতালে ছুটে আসি। রিপন হোসেনকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারনে তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তর জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, কারা কি কারনে কেন তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে পুলিশ তা গভীরভাবে খতিয়ে দেখছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে আছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।