৫০ সেকেন্ডের এই টিজারে থেকে জিতের রহস্যময় কণ্ঠে উচ্চারিত হয়, ‘আমি টাকা নয়, মানুষ গুনি।’
কলকাতার সিনেমা ‘মানুষ’ নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমদ্দার। সিনেমায় অভিনয় করেছেন টলিউডের সুপারস্টার জিৎ, আরও আছেন বিদ্যা সিনহা মিম।
সমপ্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। ৫০ সেকেন্ডের এই টিজারে থেকে জিতের রহস্যময় কণ্ঠে উচ্চারিত হয়, ‘আমি টাকা নয়, মানুষ গুনি।’
অন্য একটি দৃশ্যে তিনি বলেন, ‘মানুষকে বিশ্বাস করা যায় না। আর টাকার ওপর বিশ্বাস হারানো পাপ।’ সিনেমায় জিত নায়ক নাকি খলনায়ক সেটা টিজারে অস্পষ্ট। তবে রহস্য আর মারকাট অ্যাকশন থাকছে সেটা পরিষ্কার। টিজারে আলাদাভাবে নজর কেড়েছেন জীতু কমল। এর আগে ‘অপরাজিত’ সিনেমায় সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
বাংলাদেশের নায়িকা বিদ্যা সিনহা মিম ও কলকাতার নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়কে এক ঝলকে দেখা গেছে। টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নায়ক জিৎ লিখেছেন, ‘যখন বিশ্বাস আর ক্রোধ একই পথে চলে।’
গত ১১ অক্টোবর ভারতের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ নভেম্বর মানুষ মুক্তি পাবে সিনেমাটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।