যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কলেজ শিক্ষক উদয় বিশ্বাসকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। সোমবার ভোরে নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত উদয় বিশ্বাস (৪২) নেহালপুর স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি পাঁচাকড়ি গ্রামের রনজিত বিশ্বাসের একমাত্র পুত্র সন্তান। স্থানীয়রা জানিয়েছেন ভোরবেলা মটরসাইকেল চালিয়ে পাঁচাকড়ি গ্রামে বৈকালী মোড়স্থ নিজ বাড়িতে ঢোকার সময় আগে থেকেই ওৎ পেতে থাকা দূর্বৃত্ত্বরা পিছন দিক থেকে গুলি করে হত্যা করে। হত্যার কারণ উদঘাটন করতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।