লেবানন থেকে দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলে কয়েকটি ড্রোন ও ১৫-২০টি প্যারাগøাইডার প্রবেশ করেছে বলে ইসরাইলি সূত্রগুলো দাবি করার পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরাইল এখন বলছে, এই তথ্য ভুয়া ছিল।ভুলবসত উত্তরাঞ্চলের বাসিন্দাদেরকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছিল।
লেবাননের যোদ্ধাদের ভয়ে বুধবার রাতে হঠাৎ করেই ইসরাইলের উত্তরাঞ্চলে একযোগে সাইরেন বাজানো হয়। এতে ইসরাইলে ভয়ানক আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর ইসরাইল ন্যাশনাল নিউজের।
ইসরাইলি দৈনিক টাইমস অব ইসরাইল জানায়, কয়টি ড্রোন প্রবেশ করেছে তা স্পষ্ট নয় এবং ড্রোনগুলোর গন্তব্য কোথায় সে সম্পর্কেও জানা যাচ্ছে না।
ইসরাইলি সূত্রগুলো বলেছিল, লেবানন থেকে ১৫-২০টি প্যারাগ্লাইডার উত্তর ইসরাইলের আকাশে প্রবেশ করেছে। তাদের ধারণা ছিল, হিজবুল্লাহর যোদ্ধারা প্যারাগ্লাইডার নিয়ে প্রবেশ করেছে।
এদিকে, গাজা থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে। বুধবারও তেলআবিবের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বেন গুরিয়ন বিমানবন্দরও আক্রান্ত হয়েছে।
ইসরাইলি গণমাধ্যমগুলো বলেছে, এ পর্যন্ত ১২০০ ইসরাইলি নিহত হয়েছে। অন্য এক খবরে জানা গেছে, ইসরাইলের দিমুনা পরমাণু কেন্দ্রে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে।
ইসরাইলি গণমাধ্যমে অপ্রত্যাশিত ঘটনাটি নিরাপত্তা সংক্রান্ত বলে উল্লেখ করা হলেও বিস্তারিত কিছুই প্রকাশ করা হচ্ছে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।