জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোরের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা, রেলী ও সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। এসকল কর্মসূচিতে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুছা মধু, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মহসিন কবির, সাংগঠনিক সম্পাদক শাহিন মাহমুদ, সাবেক প্রচার সম্পাদক শরীফ আবদুল্লাহ হেল মুকিত, সহ প্রচার সম্পাদক শেখ তৌহিদুর রহমান শাহিন, যশোর বোর্ড সিবিএ সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সদর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক নাজিম হোসেন বাহাদুর, শহর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, পানি উন্নয়ন বোর্ড সিবিএ সভাপতি মীর আব্দুর রাশেদ ও সাধারণ সম্পাদক মহসিন আলী প্রমুখ
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।