ভয়ানক মানবিক বিপর্যয়ে গাজা

আগের সংবাদ

খালেদা জিয়াকে নিয়ে ‘গুজব’ ছড়ানোর শঙ্কা

পরের সংবাদ

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে ইসি

আইর/

রূপান্তর প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩ , ১:১৩ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১০, ২০২৩ , ১:১৩ অপরাহ্ণ

সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (১০ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন।

মার্কিন প্রাক-নির্বাচনবিষয়ক পর্যবেক্ষক প্রতিনিধিদলের মধ্যে আছেন আইআরআই-এর বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাউ, কার্ল রিক ও এনডিআই-এর মারিয়া চিন বিনতি আব্দুল্লাহ, মনপ্রিত সিং আনন্দ ও ক্রিগ হলস্টেড।

দলটি ইতোমধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে। শনিবার বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনবিষয়ক এই পর্যবেক্ষক দল। দেশটির অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি দলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়