রাতের পার্টিতে নেচে ভাইরাল হলেন শ্রাবন্তী

আগের সংবাদ

দুর্ধর্ষ যোদ্ধা কঙ্গনা

পরের সংবাদ

ফের এক হচ্ছেন নাগা-সামান্থা?

আইর

রূপান্তর বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩ , ৮:২৩ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৯, ২০২৩ , ৮:২৩ অপরাহ্ণ

দক্ষিণ সিনেমা জগতে জনপ্রিয় এক জুটি চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। এ যুগলের বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর ছুঁই ছুঁই। এখনও কী প্রাক্তন স্ত্রীকে ভুলতে পারছেন না নাগা? এবার জনপ্রিয় দক্ষিণী এই অভিনেতার এক বার্তায় ফিরে এলেন সামান্থা! অপরদিকে বিচ্ছেদের পর নিজেকে কাজের মধ্যেই ব্যস্ত রেখেছেন সামান্থা।

এদিকে গুঞ্জন ছিল, নাগার জীবনে নতুন এক রমণীর আগমন হয়েছে। ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তার প্রেমের কানাঘুষোও চলছিল। তবে সব গুঞ্জনে পানি ঢেলে আচমকা সামান্থা-নাগার সম্পর্ক জোড়া লাগার জোর জল্পনা শুরু হয়েছে।

জানা যায়, সামান্থা ও নাগা বিয়ের পর একটি কুকুর দত্তক নেন। যার নাম ছিল হ্যাশ। তাদের বিচ্ছেদের পর হ্যাশকে বিভিন্ন সময় সামান্থার সঙ্গেই দেখা গেছে। যদিও মাঝে মধ্যে দেখা শোনা করতেন নাগা। এ বার অভিনেতা তার সামাজিক মাধ্যমে হ্যাশের ছবি দিয়ে লেখেন, ‘ভাইব’। অভিনেতার গাড়িতে সামান্থার পোষ্যকে দেখে অনুরাগীদের জল্পনা, তাহলে লী ফের এক হচ্ছেন দুই তারকা।

তবে অনেকেই বলেছেন, হয়তো সামান্থা কাজের সূত্রের অষ্ট্রিয়া যাওয়ার আগে নাগার কাছে রেখে গেছেন তার হ্যাশকে।

বিয়ের চার বছরের মাথায় ভেঙে যায় তাদের সম্পর্ক। তবে একটা সময় তিক্ততা থাকলেও সামপ্রতিক সময়ে একে অপরের প্রশংসাই করতে শোনা গিয়েছে তাদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়