বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাল দক্ষিণ আফ্রিকা

আগের সংবাদ

বাংলাদেশের ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় স্বস্তিকা

পরের সংবাদ

আজ মুখোমুখী লড়াইয়ে নামবে ভারত-অস্ট্রেলিয়া

আইর/

রূপান্তর ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩ , ১:৫৮ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৮, ২০২৩ , ১:৫৮ অপরাহ্ণ

এক যুগ পর ওয়ানডে বিশ্বকাপ ফিরেছে ভারতে। প্রতিবার স্বাগতিক দল দিয়েই শুরু হয় বিশ্বকাপের প্রথম ম্যাচ। তবে এবার ঘটেছে তার ব্যতিক্রম, গত বারের ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই শুরু হলো এবারের বিশ্বকাপ। তবে আজ (রবিবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত।

রবিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্বাগতিক ভারতের বিশ্বকাপ অভিযান। এটি আবার ওয়ানডেতে ভারত ও অস্ট্রেলিয়ার ১৫০তম দ্বৈরথ।

তারকায় ঠাসা দুদলই এবার শিরোপার বড় দাবিদার। সব মিলিয়ে মাঠে দর্শক টানার সব উপাদানই আছে এই ম্যাচে।

২০১১ সালে ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জেতার পর আইসিসির কোনো টুর্নামেন্টেই আর চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। এবার সেই খরা কাটানোর বড় সুযোগ স্বাগতিকদের সামনে।

দুর্দান্ত ফর্ম সঙ্গী করে ওয়ানডে র‌্যাংকিংয়ের একনম্বর দল হিসাবে বিশ্বকাপ শুরু করছে ভারত। ফাইনালে শ্রীলংকাকে গুঁড়িয়ে এশিয়া কাপ জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসের জ্বালানি আরও বাড়িয়ে নিয়েছে রোহিত শর্মার দল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়